বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে জেলা বিএনপির উদ্যোগে করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে কেক কেটে দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ আব্দুল মুকিত।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ী বাহারমর্দানে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা ফয়সল আহমদ,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক্ব ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, আলহাজ¦ মতিন বক্স, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু, সৈয়দ ফয়সল আহমদ, মোস্তাক আহমদ রুহিন, আজমল আমিন তরফদার, রকিব খান ও সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সমালোচনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা, চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সড়িয়ে নেয়া হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন।
এসময় গণতন্ত্র উদ্ধারে দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ারও আহবান জানান নেতারা।