1. songbadmoulvibazar@gmail.com : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, ১৬ শতক খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজার সদরের অফিস বাজার এলাকায় হাটবাজারের পেরীফেরিভূক্ত অংশে অবৈধভাবে দখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হাটবাজারের পেরিফেরিভূক্ত ১৬ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

খাসজমি উদ্ধার অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট, মীর নাহিদ আহসানের নির্দেশে মৌলভীবাজার সদরের অফিস বাজার এলাকায় হাটবাজারের পেরীফেরিভূক্ত সরকারি খাসজমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদের নিমিত্তে এ অভিযান পরিচালনা করা হয়।

এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাটবাজারের পেরিফেরিভূক্ত ১৬ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে হাট-বাজার উন্নতকরণ প্রকল্পের আওতায় দোতলা ভবন নির্মাণ করা হবে যার মাধ্যমে ব্যবসায়ী ও স্থানীয় জনগণ উপকৃত হবেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!