মৌলভীবাজার সদর উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মৌলভীবাজার – তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরিনা রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
মৎস্য বিভাগ জানায়- রাজস্ব অর্থায়নের প্লাবনভূমি, খাস জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় মৌলভীবাজার সদর উপজেলায় ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। আর ৭ লক্ষ টাকা ব্যয়ে পুরো জেলায় ২ হাজার ৩৩৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।