মৌলভীবাজারের আকবরপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সহ ২জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফল ও সবজি বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।
এদের মধ্যে এক জন হলেন কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ আর অন্যজন জুড়ী উপজেলার ফুলতলার কোনাগাঁওয়ের রফিক উদ্দিন (২৭)।
আশংকা জনক অবস্থায় চালক সহ ৩ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌললভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন।