1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

গণটিকার ২য় ডোজ নিলেন ৪২ হাজার ৬শত ২৭ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সংকট কাটিয়ে আবারও মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নের ১১২টি কেন্দ্রে একযোগে ২য় ডোজ গণটিকা ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৭ আগষ্ট দেয়া প্রথম ডোজ অনুযায়ী ২য় ডোজে ৪২ হাজার ৬ শত ২৭ জন টিকা নেন।

গনটিকা ক্যাম্পেইনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই ছিল উপচেপড়া ভিড়। এ অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেই টিকা নিয়েছেন মানুষজন।

সাধারণ মানুষের হাতের কাছে করোনার টিকা পৌঁছে দিতে মৌলভীবাজার জেলায় গত মাসের ৭ আগষ্ট গণটিকা কর্মসূচিতে টিকার প্রথম ডোজ দেয়া হয়। টিকার সংকট থাকায় ১ দিনের সেই কর্মসূচিতে টিকা নেয়ার সুযোগ হয়নি অনেকরই।

টিকার সংকট কাটিয়ে আবারও টিকা প্রদান শুরু হয়েছে, ৭ আগষ্ট যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে ১ মাস পর ৭ সেপ্টেম্বর টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয় , সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রের বাইরে ছিলো দীর্ঘ লাইন।

জেলার ১১২টি কেন্দ্রে আসা মানুষদের ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রমের পাশাপাশি একই সাথে চলে স্থায়ী ৭টি কেন্দ্রেও টিকা প্রদান কার্যক্রম।

সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর চীনের সিনোফার্ম কোম্পানির তৈরী কোভিড-১৯ রোগের ৮৫ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে এসে পৌছায়। এর থেকে গণটিকায় ২য় ডোজ দেয়া শেষে,অবশিষ্ট টিকা রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে স্থায়ী কেন্দ্রে প্রদান করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!