বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরষ্কার পেয়েছেন মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, গত তিন মাসের অপরাধ পর্যালোচনায় তাকে এ পুরষ্কার দেওয়া হয় ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সিলেট রেঞ্জ বিপ্লব বিজয় তালুকদার, রেঞ্জ অফিসের এসপি, অন্যান্য জেলার এসপি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন ২৪ তম বিসিএস ক্যাডার ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। ২০০৫ সালের ২ জুলাই তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা এবং র্যাব, এপিবিএন ও এসপিবিএন-এ কর্মরত ছিলেন।