শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে তাকে প্রেরণ করা হয়।
জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামী অর রশিদ তালুকদার এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার সিন্দুরখান রোড সিএনজি স্টেন্ড থেকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মিয়াদ মিয়ার পুত্র শাহিন মিয়া (২৭) কে নয় বোতল বিদেশী মদ সহ আটক করে ।