1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন

সাবেক সমাজকল্যান মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সাবেক সমাজকল্যান মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আয়জোনে এই সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, জেলা কৃষক লীগের সভাপতি জমশেদ মিয়া, সদর থানা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি কামাল আহমদ, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবিলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!