1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ১২শ দরিদ্র জনগোষ্ঠি

কমলগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজার কমলগঞ্জের মুন্সিবাজারে অসহায়, দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশন। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ৩১ জন চিকিৎসক ১২শ দরিদ্র জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মরহুম মাদারিস আহমেদ তরফদার এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির তরফদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া, ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র পুত্র ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার, সিলেট মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ ও কমলগঞ্জ দুর্নিতি প্রতিরোধ কমিটির ইমতিয়াজ আহমদ বুলবুল।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!