মৌলভীবাজারের বড়লেখায় সোমবার (২৭ সেপ্টেম্বর) পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়া শিশুর নাম সিয়াম আহমদ। সে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে।
অপরদিকে শিশু মাহের আহমদ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ধারণা করছেন পরিবারের সদস্যদের অগোচরে এ দুই শিশু খেলারছলে পুকুরে নেমে গেলে পানিতে ডুবে মারা যায়।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।