বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি , সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সংগঠন ভয়েস অব মৌলভীবাজার এর সহযোগিতায় স্থানীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দরা।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আজকের লাগানো এই গাছগুলো আগামীতে বড় হয়ে শহরে তাদের সৌন্দর্য বৃদ্ধি করবে ঠিক তেমনি বাংলাাদেশও আগামীতে আর সৌন্দর্য মন্ডিত হয়ে উঠবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব মৌলভীবাজার সংগঠনের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, সাধারন সম্পাদক বকশী মিজবাউর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সালে আহমদ পাপ্পু, ব্যাবসায়ী আব্দুল আহাদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সূধীজন।