1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উন্নত- সমৃদ্ধ বাংলাশে গড়ার রুপকার, বিশ্বমানবতার বাতিঘর, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপি কেক কাটা, আলোচনা সভা, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে মুখরিত হয়ে উঠে শহরের বিভিন্ন চত্বর।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রধানমন্ত্রীর জন্মদিনের বিভিন্ন কর্মসূচীতে অংশনিতে শহরের চৌমহনা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন নেতা-কর্মী ও সমর্থকরা। এ উপলক্ষে শহরে দিনব্যাপি ছিলো আওয়ামীলীগের নানা আয়োজন।

জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। একে অপরকে কেক খাইয়ে  প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ সায়েদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, যুবলীগের সভাপতি রেজাউর করিম সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুর মালিক তরফদার সোয়েব। অনুষ্ঠানে সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর সেখানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও দেশের মানুষদের কল্যাণে দোয়া করা হয়।

 

এদিকে দুপুরে শহরের সাইফুর রহমান সড়কে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে খাবার বিতণর অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এ সময় বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই দলটি গণমানুষের জন্য সংগ্রাম করে আসছে। আজ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই সংগ্রামের সুফল আমরা পাচ্ছি। আমরা তার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, পৌর আওয়ামীলীগেরে সাধারন সম্পাদক আব্দুল মালিত তরফদার সুয়েব ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা।

আলোচনা শেষে পথচারীদের মধ্যে ৫শ প্যাকেট রান্না করা খাবার বিতরন করে জেলা ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে অসহায় গরীবদের মধ্যে ৬শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগ।

চৌমুহনা চত্তরে জলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায় খাবার বিতরন কর্মসূচীতে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেনসহ জেলা যুবলীগের বিভিন্ন উইনিটের নেতা-কর্মী ও সমর্থকরা।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!