1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ দোয়া-মাহফিল

সংবাদ মৌলভীবাজার ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদ ও উপসনালয়ে কোরআন খতম, বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জেলা আওয়ামীলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিশেষ মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

বাদ আসর শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার ভিপি সোয়েবসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হযরত শাহ মোস্তফা জামে মসজিদের খতিব মাও: শামীম আহমদ।

মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান হলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়ায় অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন , জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজিয়া রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রাহিলা আহমদসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা। দোয়ায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন, সাধারন সম্পাদক মাহবুব আলম ও ছাএলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

দোয়া-মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে বিভিন্ন স্থানে শিরনি বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!