মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ভানু লাল রায়। তিনি ৫৮ হাজার ২শ ৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩শ ৪৮ ভোট।
নির্বাচনে আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৩শ ৮ ভোট এবং মিজানুর রব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮শ ৫২ ভোট।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।
ভানু লাল রায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। গত ২১ মে এই উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান। পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ৭ অক্টোবর এই পদে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
এই নির্বাচনে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২ লক্ষ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৭২১ জন।