মৌলভীবাজারের সদর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপে সরকারী অনুদান (জিআর) এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে এক বিশেষ আইন শৃংখলা সভা শেষে সরকারি বরাদ্দের এ চাল বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভা শেষে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার সার্বজনীন ৯১ টি পুজামান্ডপে ৫শ কেজি করে জিআর চালের ডিও বিতরণ করেন অতিথিবৃন্দ।