বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে মৌলভীবাজারে আওয়ামী যুবলীগ জেলা শাখার বর্ধিত সভা রবিবার (৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ( সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ) মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ) প্রফেসর ড. মো. রেজাউল কবির।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন।
বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন মৌলভীবাজার জেলা যুবলীগের বর্ধিত সভা হচ্ছে এটার আওয়াজ হবে,কিন্তু এখানে এসে দেখলাম পরিস্থিতি খুবই ঠান্ডা, জেলায় যুবলীগের বর্ধিত সভা অথচ নেতা-কর্মীদের মধ্যে কোন উৎফুল্øতা নেই। জননেত্রী শেখ হাসিনার আদেশ আছে চা দোকান থেকে শুরু করে প্রতিটি জায়গায় খোঁজে খোঁজে, দলের জন্য প্রকৃত যুবলীগ কর্মী বের করে আনতে হবে।
তারা বলেন বিএনপি-জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুবই সক্রিয় হয়ে উঠেছে । বিভিন্ন পোস্টের মাধ্যমে দেশের মানুষের মধ্যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিন এই বিভ্রান্তিকর বিষয়গুলোই মানুষ গ্রহণ করবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আরো সক্রিয় হয়ে এদের প্রতিরোধ করতে হবে। বর্তমানে নতুন শক্তি নিয়ে জেগে উঠছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন দেশের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারীরা রোধ করতে পারবে না,শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান তারা।
বর্ধিত সভায় জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।