1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, পুরষ্কার বিতরণ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী  (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: শামসুল ইসলাম ও দারুল উলুম টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস মাও: মো: সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন।

সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী,  শিক্ষক-শিক্ষার্থী, ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!