চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (২২ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে , এদিন সিএনএন টাউন হলে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যা তাইওয়ানকে আমরা নিরাপত্তা দিব। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।
তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানান, বাইডেনের মন্তব্য যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় না।
তাইওয়ানকে রক্ষার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতা’ নীতি চর্চা করছে।
তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ান রিলেশন অ্যাক্ট অনুসারে যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করে। এই অ্যাক্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আত্মরক্ষার জন্য তাইওয়ানকে সহায়তা করতে হবে।
এদিকে, গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না।
যদিও তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলেই দাবি করে আসছে।