মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলোচিত নাজমুল হত্যার এজহার নামীয় দুই আসামী নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে র্যাবের তিন সদস্য।
নিহতরা হলো আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত ২নাম্বার আসামী তোফায়েল মিয়া (৩৫) ও ৮ নাম্বার আসামী শহীদ মিয়া (৪০)। এসময় তাদের কাছ থেকে ২টি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও ২টি দেশীয় রামদা উদ্ধার করা হয়। আহত তিন র্যাব সদস্য হয়ে চিকিৎসা নিয়েছেন।
র্যাব জানায়, শনিবার গভীর রাতে কমলগঞ্জ উপজেলার মিতরিঙ্গা চা বাগান এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়, সেখানে সন্ত্রাসীরা র্যাবকে দেখেই লক্ষ করে গুলি করে, এসময় র্যাবও পাল্টা গুলি করলে ২ জন সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি রিভলবারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল ক্যাম্পের আধিনায়ক বসু দত্ত চাকমা জানান, এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।
উল্লেখ্য, যুবলীগ নেতা নাজমুলকে গত ৩১ অক্টোবর কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। পরে হত্যার ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়।