1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মধু

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারকেলগাছ প্রতীক নিয়ে বর্তমান মেয়র মো: মহসিন মিয়া মধু ৪৫৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আলমগীর হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো: মহসিন মিয়া মধু মোট ভোট পান পাঁচ হাজার ৯৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ভোট পেয়েছেন পাঁচ হাজার ৫৩২টি ভোট, এছাড়াও স্বতন্ত্র আরেক প্রার্থী মোবাইল প্রতীকের শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট। তবে ৩১টি ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই প্রথম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইভিএমএ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

শ্রীঙ্গল পৌরসভায় মোট ভোটার রয়েছে ২০ হাজার ৯৯ জন, এর মধ্যে পুরুষ ১০ হাজার ২০৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮৯৫ জন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!