মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর এলাকায় মিনি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। এ সময় তাকে বহনকারী গাড়ির চালক মাসুদ রানা অহত হন।
পুলিশ জানায়, শনিবার রাতে প্রকোশলী জহির আহমদ একটি প্রাইভেট কারে মৌলভীবাজার আসার পথে মিনি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় গুরুতর আহত কারচালককে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকৌশলী জহির আহমদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।