দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশে রমজানের চাঁদ দেখা গেছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুরু হয় তারাবির নামাজ। শনিবার (২ এপ্রিল) এশার আজানের পরেই দলে দলে মুসল্লিরা ছুটতে শুরু করেন মসজিদে। মসজিদে মসজিদে প্রথম তারাবির নামাজ আদায় করেন তাঁরা।
করোনার কারণে গত দুই বছর সীমিত থাকলেও বিধিনিষেধ না থাকায় এবার মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল মসজিদে। করোনার বিধিনিষেধ এবার না থাকায় মুসল্লিরা শুকরিয়াও আদায় করেন।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোববার (৩ এপ্রিল) রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ।
মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোজা পালন করেন সমগ্র মুসলিম উম্মাহ ।
এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনা শেষে তঁরা উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।