উচ্চ আদালতের হস্তক্ষেপে গত রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়েছে। গতকাল এই হাসপাতালে ন্যাজাল ক্যানুলা সংকটে মারা গেছেন ৭ জন।
সংবাদ মাধ্যমে বগুড়ার হাসপাতালের মৃত্যুর খবর দেখে, উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি ইনায়েতুর রহিমকে জানানো হয়। এরপর বিষয়টি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে দেখতে বলেন আদালত।
গত রাতেই স্বাস্থ্য সচিব ও ডিজির সাথে কথা বলেন, অ্যাটর্নি জেনারেল। এরপর শনিবার সকালে রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, বগুড়ার সেই হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটের সমাধান হয়েছে।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানান, সরকারিভাবে আগামীকাল ১০-১৫টি ক্যানোলা লাগানো হবে। তবে আজকে বেসরকারিভাবে একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে ২০টি লাগানো হয়েছে।