1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন

মহামারির দুবছর পর মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

ঐ নুতনের কেতন ওড়ে প্রতিপাদ্য নিয়ে নববর্ষের নতুন দিনে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রায় বাংলা নতুন বছর ১৪২৯ বাংলাকে বরণ করে নিয়েছে মৌলভীবাজারবাসী। করোনা মহামারির কারণে গত দুইবছর পর এবার কোন বিধিনিষেধ না থাকলেও পবিএ রমজানের জন্য আয়োজন ছিলো সীমিত পরিসরে।

নববর্ষ উপলক্ষে বৃহস্প্রতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতেৃত্বে শহরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতি ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গল শোভাযাত্রায় নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে অংশ নেয়া নারী-পুরুষ, শিশুকিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটে উঠে আবহমান বাংলার ইতিহাস-লোকজ ঐতিহ্য।

পরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি,বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ মৌলভীবাজার এর সহযোগিতায় অনুষ্টিত হয় বর্ষবরণ অনুষ্টান। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরন মে সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’ এই আগমনী সংগীতে নববর্ষকে আবাহন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।

শোভাযাত্রাসহ নববর্ষের সকল আয়োজন ঘিরে পুলিশ প্রশাসনর পক্ষথেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া জেলার সব উপজেলাতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!