1. admin@songbadmoulvibazar.com : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

৫শত পরিবারকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে জেলার পাঁচশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।  বুধবার (১৩ এপ্রিল) দুপুরে একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের মরহুম মিয়াজান মনসুর এর বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি, সমাজসেবক সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, ফাউন্ডেশনের ফাউন্ডার্স ট্রাষ্টি কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী।

এসময় বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন এই প্রজেক্টটি বাস্তবায়নে ১০১ জন দানশীল ব্যাক্তি অর্থ প্রদান করেছেন। বাংলাদেশ টিমের অক্লান্ত পরিশ্রনের জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি বলেন, ইউনিয়ন পযার্য়ের একটি সংগঠনের এত বড় আয়োজন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আপনাদের কাজ দেখে অন্যান্য এলাকার মানুষও এসব কাজ করতে উৎসাহিত হবে, ১৯৯৫ সাল থেকে সংগঠনটি কাজ করছে শুনে তিনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকিস মনসুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ছালিকুর রহমান টুকু, মোহাম্মদ নানু মিয়া, ফারুক আহমদ, মুজিবুর রহমান,শামীম আহমদ, পারভেজ আহমদ, আব্দুল আলিম, নানু মিয়া, তাজুল চৌধুরী, জাহিদুল আলম সুমেল, শাহ সিতার আহমদ, মোহাম্মদ কামাল মনসুর, আব্দুল বাকি,মহসিন আহমদ, শাহজাহান আহমদ,আব্দুল কাইয়ুম,কুতুবউদ্দিন, রনজুল আহমদ, সহ সংগঠনের বাংলাদেশ টিমের অন্যান্য নেতৃবৃন্দ।

আর্ত মানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজ করা একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার সংগঠনটি ১৯৯৫ সাল থেকে একাটুনা ইউনিয়নসহ মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিউভওয়েল প্রদান, অসহায় পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়ে, চিকিৎসাসেবা, বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ, মেডিক্যাল ক্যাম্প সেবা, ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্ম প্রদান, মেধা যাচাই পরীক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!