মৌলভীবাজার সদর উপজেলার ব্লমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুরে ব্লমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী শিশুদের হাতে এ উপহার তুলে দেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
এসময় তিনি বলেন, ঈদে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নতুন পোশাক কেনার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে তিনি এই অর্থ দিয়েছেন। তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের একান্ত সহযোগীতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, ব্লমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডি ডি রায় বাবলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে মোট ৩১ জন বুদ্ধি প্রতিবন্ধীর মাঝে একত্রিশ হাজার অর্থ বিতরণ করা হয়।