মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় শনিবার (৩জুলাই) রাত সাড়ে ১০ টায় র্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিঃ এএসপি ওবাইন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন মোকামবাড়ী বাজারে নিমার আলীর মুদির দোকানের সড়কের উপর পূর্বের তথ্য অনুযায়ী একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শ্যামল রায় (৪০), তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৯ থেকে জানা যায়, এ্যালভিন টিলা ফুলতলা চা বাগানের মৃতঃ সুরেশ রায় এর ছেলে শ্যামল রায়। তাঁর সাথে থাকা জব্দকৃত গাঁজা ও মালমাল সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে । আইনানুসারে মাদকদ্রব্য আইনে মামলায় আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে ।