সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল ব্লক পোস্টের পদোন্নতি ও মাস্টার রোল কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগদান সহ পাঁচ দফা দাবিতে আলোচনা সভা করেছেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৪ মে) দুপুরে কাকরাইলে আই.ডি.ই.বি ভবনে পাঁচ দফা দাবিতে এ আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক এ.কে.এম. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। এসময় প্রধান অতিথি মেয়র আব্দুল গণি কর্মচারীদের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব হুমায়ূন কবিরের সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেরা সুলতানা মুন্নী,শামীম বাবু,শরীফুল ইসলাম, মনিরুল হাসান টুটুল ও মিজানুর রহমান খাঁন।
অনুষ্ঠানে পৌর কর্মচারী ফেডারেশন এর নেত্রীত্বে ঐক্যবদ্ধ থেকে অবহেলিত পৌর কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে পৌর কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে পরবর্তী সকল আন্দোলন সংগ্রামের শপথ নেন।