চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলাবার রাতে (৭ জুন) সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলায় ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে এতে কারো নাম উল্লেখ করা হয়নি। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত শনিবার রাতে বিএম ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে। তবে ডিপোর কিছু কনটেইনারে রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে। ফলে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসতে থাকে। ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় আহত হয়েছেন ২ শতাধিক ব্যক্তি।