1. admin@songbadmoulvibazar.com : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

মায়ের অভিযোগে কবর থেকে তোলা হলো ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামে এক মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে ছেলের মরদেহ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯জুন) দুপুরে ৪ মাস ৮ দিন পর বড়চেগ বিক্রমপুর কবরস্থান থেকে ছেলে নজরুল ইসলামের মরদেহ তোলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নজরুল ইসলামের ভাই মো বদরুল ইসলাম জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে গত ১৮ মে তার মা নূরজাহান বেগম মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, নজরুল ইসলামকে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নজরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার পার্শবর্তী আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে মশকুরা বেগমকে বিয়ে করেন। গত ২৭ জানুয়ারি তিনি শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। এরপর ১ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ির লোকজন খবর পাঠায়, দাঁতের ব্যথায় নজরুল ইসলাম মারা গেছেন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। তবে নূরজাহান বেগম অভিযোগ করছিলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!