1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

মহানবী (সা:)কে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে পশ্চিম বাজার জামে মসসিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পশ্চিম বাজার এলাকায় এসে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা এম. এ কুদ্দুস এর নেতৃত্বে ব্যানার ও ফেস্টুন নিয়ে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেন মাওলানা সোলাইমান আহমদ, মাওলানা মোস্তফা কামালসহ সর্বস্তরের মুসলিম জনতা।

এসময় তারা স্লোগানের মাধ্যমে বলেন মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শান ও মান আকাশচুম্বী। এই ঘটনায় বিজেপির নূপুর শর্মা ও কুমার জিন্দালকে দল থেকে শুধু বহিষ্কার করলে হবে না তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!