1. admin@songbadmoulvibazar.com : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (১১ জুন) দুপুরে প্রেসক্লাব চত্বরে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম মযুনের সভাপতিত্বে ও ফখরুল আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাহুর রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক ও যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

এসময় বক্তারা বলেন জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। মধ্যবিত্তরা রয়েছে আরও বেশী সমস্যায়। তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।

অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনার দাবী জানিয়ে তা না হলে পরবর্তীতে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়ার হুশীয়ারি দেন সমাবেশে বক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!