মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের সাধারন শিক্ষার্থীরা।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীরা।
শনিবার (১১ জুন) দুপুরে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সাধারন শিক্ষার্থীরা।
সেখানে প্রতিবাদ সমাবেশে তাঁরা দাবী জানান নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে
শাস্তির আওতায় নিয়ে আসার।