1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৬০ পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে সারা দেশে ভূমি ও গৃহহীনদের বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় আরও ১৬০ ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। আগামী ২১ জুলাই তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।

বুধবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত মৌলভীবাজারে জমিসহ ৭৭৯ টি গৃহের মধ্যে ৪৯৫টি গৃহ গত ২৬ এপ্রিল উদ্বোধন করা হয়েছে, বাকি ১৬০টি গৃহ (মৌলভীবাজার সদরে ১১৮টি, রাজনগর ৭টি, বড়লেখায় ১০টি ও জুড়ী ২৫টি) আগামীকাল ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গৃহগুলো নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা।

জেলা প্রশাসক আর জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর আগে মৌলভীবাজারের সাত উপজেলায় প্রথম পর্যায়ে ১১২৬ টি পরিবার, দ্বিতীয় পর্যায় ১১৫১ টি পরিবার ও এবার তৃতীয় পর্যায়ে ৭৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হচ্ছে। নির্মীত প্রতিটি ঘরেই দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান জেলা প্রশাসক ।

সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা)  সৈয়দ সাফকাত আলী,  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) মোঃ বেলায়েত হোসেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!