1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যায় সৈনিকের গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যুতে কারও গাফিলতি থাকলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি জানিয়েছেন, নির্বাচন নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপারে তদন্ত করা হবে। তদন্তে কোন সৈনিকের গাফিলতি পাওয়া গেলে নিয়মিত মামলা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও তাই হবে। আইন অনুযায়ি তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে নারী পুলিশ ব্যারাক শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে বিএনপি করবে কি করবে না সেটা তাদের নিজেস্ব বিষয়। যাতে সুষ্ঠু নির্বাচন হয় সে জন্যই প্রধানমন্ত্রী ইভিএম চালু করতে চান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যেন ইভিএমে নির্বাচন হয়। তাহলে নির্বাচন নিয়ে কারও কিছু বলার থাকবেনা। সব বিতর্কের অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যাবে। তিনি পরে জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এছাড়াও ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান ও সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত পুলিশ লাইন্সে নারী পুলিশের আবাসন হিসেবে ৫ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৬ তলা ভবনের ৩ তলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর সেখানে  কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!