দেশে তেল, গ্যাস জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীর নেত্রীত্বে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সাইফুর রহমান সড়কে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহসভাপতি শহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মুমিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, সহ সাধারন সম্পাদক আফিয়ান আহমেদ শিপু, জসিম উদ্দিন, সদর উপজেলা সদস্য সচিব মামুনুর রশিদ,পৌরশাখার সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল ও জেলা বিএনপি এবং ছাত্রদলের অংঙ্গ সংঘটন নেতাকর্মীরা।