সারা দেশের ন্যায় মৌলভীবাজারে শুরু হয়েছে ৮ দিনের সর্বাত্মক লকডাউন। এতে শহরের বেশিরভাগ সড়কের মোড়ে ছিল পুলিশ। অযথা বাড়ির বাইরে যারা বের হয়েছেন তাদের অনেকেই পড়ছেন পুলিশি জেরার মুখে। জেলার বিভিন্ন স্থানে বসানো হয় পুলিশের চেকপোস্ট। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
জেলায় সর্বাত্মক লকডাউনে গেল সপ্তাহের ঢিলেঢালা পরিস্থিতির কিছুটা বদল এসেছে এবার। লকডাউন মানাতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী, আর লকডাউন প্রতি পালন নিশ্চিত করতে স্বয়ং মাঠে নামেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তিনি জনসাধারনকে সচেতন করেন।
এদিকে লকডাউনে জেলার সর্বত্ব চলছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কয়েকটি গ্রপ জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
এসময় অপ্রয়োজনীয় যানবাহন, দোকানপাট খোলা রাখা ও বাহিরে চলাচলকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং অর্থ দন্ড প্রদান করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করছে র্যাব ও পুলিশ।