1. admin@songbadmoulvibazar.com : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

ঘর মেরামতের মাটি আনতে গিয়ে প্রাণ হারালেন চার চা শ্রমিক

শ্রীমঙ্গল প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে চার নারী চা শ্রমিক মারা গেছেন।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির জানান, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। পাহাড় অনেক উঁচু ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই চারজন হলেন, লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুণ মালীর স্ত্রী রাধা মাহালি (৪০), রিপন ভৌমিকের স্ত্রী পূর্ণিমা ভৌমিক (২৮), স্বপন ভৌমিকের স্ত্রী হিরা রানী ভৌমিক (৩৫) ও সুনীল ভৌমিকের স্ত্রী শকুন্তলা ভূমিজ (৪০)।

চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুণ মালী নিশ্চিত করেছেন, ঘর মেরামতের জন্য তার স্ত্রীসহ বাকিরা মাটি আনতে গিয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!