মৌলভীবাজারের রাজনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৭৭টি সার্বজনীন পূজামণ্ডপে অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো শাহজাহান খানের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অলিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো জিল্লুর রহমান।
টেংরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, রাজনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহেল হোসেন, কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আতাউর রহমান, মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ফজর আলী, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো কায়েস আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, অলিলা গ্রুপের পরিচালক মো জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত দে, সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্য, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সদস্য সচিব নান্নু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান।
অনুষ্ঠানে প্রত্যেক পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ৫০ কেজি চাল ও ২৫ কেজি ডাল তুলে দেওয়া হয়।