1. songbadmoulvibazar@gmail.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

আজ ১২ রবিউল আউয়াল। মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস। এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। মৌলভীবাজারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)।

দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বয়ান ও ধর্মীয় অনুষ্ঠানমালাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজারের বিভিন্ন ইসলামিক সংগঠন ও প্রতিষ্ঠান।

রোববার (৯ অক্টোবর) দুপুরে প্রতিবছরের মতো এবারও শহরে জসনে-জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন ইসলামিক সংগঠনের ব্যানারে বর্ণিল এ শোভাযাত্রাগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা ও হাজার হাজার মুসল্লি শরিক হন।

শোভাযাত্রা ছাড়াও মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মসজিদ-মাদ্রাসাসহ ব্যক্তি উদ্যোগে জশনে জুলুস, আলোচনা সভা, ওয়াজ, মিলাদ মাহফিলসহ নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।

প্রসঙ্গত, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!