বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মৌলভীবাজার ৩ আসনের সাবেক এম.পি,গনপরিষদ সদস্য, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক , সদ্য স্বাধীনতা পদকে ভূষিত প্রবীণ আওয়ামীলীগ নেতা, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চলে গেলেন না ফেরার দেশে , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি করোনা আক্রান্ত ছিলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ই আগস্ট) দিবাগত রাত ১টা পঞ্চান্ন মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যাান হাসান আহমেদ জাবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। বঙ্গবন্ধুর মত সবাইকে তিনি খুব সহজে আপন করে নিতেন। রাজনৈতিক কোন প্রতিহিংসা ছিলনা তার মাঝে। একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন তিনি।
গত ৫ আগষ্ট তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।