সিলেটে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিতের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
যুগ্মসাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, সাবেক ছাত্রদল নেতা এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।
এছাড়াও সভায় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও রাজনগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।
সভায় প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে সিলেটে এই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।