মৌলভীবাজার পৌরসভা নিয়ে “আধুনিক শহর ও সড়ক ভাবনা” সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে শহরের বেঙ্গল কনভেনশন হলে এ সমাবেশে অংশনেন রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
এসময় পরিবেশমন্ত্রী বলেন,শহরের যানজট কমিয়ে আনতে এবং আর আধুনিকায়ন করে গড়তে হলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে, শহরে অতিরিক্ত সিএনজি নিয়ন্ত্রনের বিষয়টি দেখতে জেলা প্রশাসককে বলেন মন্ত্রী। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই মেট্রোরেল, পাতাল রেল সম্ভব হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহব্বান জানান পরিবেশমন্ত্রী।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও সদর উপজেলার চেয়ারম্যান মো: কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
এর আগে মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে একটি খসরা প্রস্তাবনার পুস্তক প্রকাশনার মোরক উম্মোচন করেন পরিবেশমন্ত্রী।
পরে মুক্ত আলোচনায় অংশ নেন আমন্ত্রিত সুধীজন। তাঁরা বলেন মৌলভীবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা, আর এ জেলার প্রাণকেন্দ্র পৌর শহর। এ শহরকে একটি আধুনিক শহরে রুপান্তর করার লক্ষ্যে শহরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং শিশুদের নিরাপওা ও তাদেঁর বিনোদনের জন্য একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনাসহ নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা।