মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনের শুরুতে স্বাধীন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনটি উদযাপনের কার্যক্রম। স্মৃতিসৌধ বেদীতলে ও গনকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর একে একে শ্রদ্ধা জানান মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেযারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা বিএনপি, বীরমুক্তিযোদ্ধাগণ, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারি-বেসরকারি পেশাজীবী সংগঠন।
পরে সর্বস্থরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় মৌলভীবাজার স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড পরিদর্শন, ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার সব উপজেলাগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।