1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

বিএনপির ১০দফা দাবী বাস্তবায়ন ও সিনিয়র নেতৃবৃন্দের মুক্তির দাবীতে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী মৌলভীবাজারে গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে শহরের চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্বর থেকে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কুসুমবাগ এস আর প্লাজা মার্কেট চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য আব্দুল হক, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পিন্স, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক,পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মুসা মিয়া, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান শাহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, সহ সভাপতি ইছাক আহমদ রাহিন, শেখ সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক সোহাগ আহমদ, সহ সম্পাদক তাজুদ চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট ও দুর্ণীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিএনপি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর রাজধানীর গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। তবে আওয়ামী লীগের সম্মেলনের কারণে রাজধানীতে পরিবর্তিত তারিখ দেয়া হয় ৩০ ডিসেম্বর।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!