1. admin@songbadmoulvibazar.com : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে চলছে ৮দিনব্যাপী জেলা বইমেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে “মৌলভীবাজার জেলা বইমেলা”। জেলা প্রশাসনের বাস্তবায়নে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৮দিনব্যাপী চলবে এ বইমেলা।

উৎসবমূখর পরিবেশে ৮দিনের এই বইমেলা এখন সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। মেলায় চলছে বইয়ের বেচাকেনা। মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলায় রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লেখকের বইয়ের স্টল। যা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ বই মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন,সরকারের সাবেক সচিব ও সদস্য কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহিনা আক্তার, সৃজনশীল সাহিত্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মো: গফুর হোসেন ও মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ মান্নান বলেন, মৌলভীবাজারে এত বড় পরিসরে এমন বইমেলা প্রতি বছর হওয়া উচিত। তাতে কবি-সাহিত্যিকদের মধ্যে ভাবের আদানপ্রদানের সুযোগ সৃষ্টি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!