1. songbadmoulvibazar@gmail.com : admin :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন

রাজনগরের সংসদীয় আসন,গ্যাস ও পৌরসভার দাবীতে মতবিনিময়

রাজনগর প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সার্বিক উন্নয়নে রাজনগর সংসদীয় আসন পূর্নঃবহাল,গ্যাস সংযোগ স্থাপন ও পৌরসভা বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আয়োজনে ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পৃষ্ঠপোষকতায় গাল্ফ কমিউনিটি সেন্টারে রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অলিলা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাজনগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়সল আহমদ, এডভোকেট শান্তি পদ ঘোষ, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানি চক্রবর্তী, ৮নং মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিক আহমদ, শিক্ষক প্রতিনিধি বিজয় কৃষ্ণ দাশ, জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, চা বাগান এলাকার বাসিন্দা টেংরা ইউপি সদস্য সত্ত নাইদি,কয়েস আহমদ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, ছাত্রলীগ কলেজ শাখার সাধারন সম্পাদক রিয়াজ খাঁনসহ অনেকে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন আগে রাজনগর উপজেলা সংসদীয় আসন ছিল। সে সময় সংসদ সদস্য ছিলেন এই রাজনগরের সন্তান প্রয়াত তোয়াবুর রহিম। আমরা রাজনগরের সংসদীয় আসন আবার ফিরে পেতে চাই। এ উপজেলায় সকল ধরণের সুবিধা থাকার পরও আমাদের গ্যাস নেই, নেই একটি পৌরসভা। কোন এক অদৃশ্য কারণে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার লাখ লাখ মানুষ। এ সব দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!