1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে সদর থানার ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে সদর মডেল থানার ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় থানার হল রুমে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইয়াছিনুল হকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, আমাদের ভুলত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্য সমাজের জন্য কাজ করা। আমাদের ব্যক্তিগত ভুল, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত ভুল সব আপনারা শুধরে নিবেন। আমরা সকলে পরষ্পর সৌহার্দপূর্ণ সম্পর্ক বাজায় রেখে কাজ করলে সাধারন মানুষ আর উপকৃত হবে।

পুলিশের উপ-পরিদর্শক রতন কুমার হালদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!