1. admin@songbadmoulvibazar.com : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

হজরত সৈয়দ শাহ মোস্তফার ৬৮২তম ওরস মোবারক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার
  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজারে হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহি বোগদাদী শের সওয়ার চাবুকমারের ৬৮২তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় মৌলভীবাজার শহরে অবস্থিত মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ওরস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জাকারিয়া, পৌর মেয়র মো ফজলুর রহমান এবং দরগার মোতাওয়াল্লি ও ওরস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত-আশেকানরা।

এদিন বাদ জোহর শিরণী বিতরণ করা হয় এবং বাদ এশা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে।

এর আগে ওরস উপলক্ষে শনিবার বাদ আছর মাজােরে মিলাদ মাহফিল, গরুর জবাই ও জিকির আছকার অনুষ্ঠিত হয়।

সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার রহমতুল্লাহি আলাইহি, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম। ধর্ম প্রচারে তিনি এ অঞ্চলে আসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!