1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

মেয়র ফজলুর রহমান উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

মৌলভীবাজারে এই প্রথম পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মেয়র ফজলুর রহমান উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পৌরসভার মেয়র মো ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শরীফ উদ্দিন ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মো আক্তারুজ্জামান।

রেজওয়ান রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, সালেহ আহমেদ পাপ্পু, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক দর্শক।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং প্রথমবার এমন আয়োজনের জন্য পৌর মেয়রকে অভিনন্দন জানান।

সবার জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে ৩২টি ব্যাডমিন্টন দল অংশ নিচ্ছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!